খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

বিভাগীয় চ্যাম্পিয়ন খুলনা সেন্ট জোসেফস রানারআপ সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


বিজ্ঞান ও যুক্তি দিয়ে জীবনকে নতুন করে সাজানোর প্রত্যয় নিয়ে শনিবার শেষ হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৫ এর খুলনা বিভাগীয় পর্যায়। খুলনা বিভাগের ১০টি জেলার সেরা বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি, চুলচেরা বিশ্লেষণ ও প্রাণবন্ত বিতর্কে দিনভর উৎসব মুখর ছিল খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ। 
উৎসবে খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনার সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। খুলনা সেন্ট জোসেফস স্কুলের দলনেতা ইমরান খান সেরা বক্তা নির্বাচিত হন। 
সকালে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। মডারেটর ছিলেন সমকালের সহকারী সম্পাদক ও হেড অব ইভেন্টস হাসান জাকির। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক ও প্রাক্তন বিতার্কিক শেখ দিদারুল আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সারওয়ারে আখতার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম ও ড. মোঃ সালাউদ্দীন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় ও খুলনা নেভি অ্যাংকরেজ স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোঃ সউদ আল ফয়সাল রাজু।
সময় নিয়ন্ত্রকের দায়িত্বে সহযোগিতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সদস্য আবু ওবায়দুল নাহিয়ান ও আরাফাত রহমান।
চ্যাম্পিয়ন দলের ৩ সদস্য সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের শেখ মোঃ সিয়াম হোসেন, শেখ জুবায়ের আহমাদ ও ইমরান খান বলেন, ‘বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দ লাগছে। আশা করছি জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো’। 
রানারআপ দলের সদস্য সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ইশরাত জাহান উর্মি, মোকাররম সিদ্দিক ও দল নেতা তাহরিমা তাসনিম মাইশা বলেন, এধরনের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে। ছোট ভুলগুলো দূর করে ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের খুলনার স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মাহদী হাসান সীন, সুমাইয়া সিদ্দিকা, জাহিদ হাসান ও তায়েবা চৌধুরী, সমকালের ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে নিজ নিজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করে বাগেরহাটের দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইলের পার্বতী বিদ্যাপীঠ গোবরা, ঝিনাইদহের সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়ার বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাগুরার পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ।

্রিন্ট

আরও সংবদ