খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

মৎস্যজীবী দলের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এড. মনা

মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজ যারা এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন, তাদের অনেকেই হয়তো কোনোদিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেননি। তাদের মুখের হাসিই আমাদের রাজনীতির সাফল্য। বিএনপি বিশ্বাস করে সেবা, সহানুভূতি ও মানবিকতাই জাতিকে একত্র করতে পারে, বিভাজন নয়। তিনি আরও বলেন, এ অঞ্চলের ধানের শীষ প্রতীক প্রার্থী রকিবুল ইসলাম বকুল তাঁর নির্বাচনী অঙ্গীকারে জানিয়েছেন-যদি তিনি নির্বাচিত হন, তাহলে খালিশপুর অঞ্চলে শ্রমজীবী মানুষের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। মানবতার সেবা ও মানুষের কল্যাণে বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে। 
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জোড়াগেটস্থ জিয়া স্কুলের সামনে মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর খালিশপুরে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা বলেন, যেখানে রাষ্ট্র মানুষের মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যর্থ, সেখানে আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি মানুষের পাশে দাঁড়াতে। বিএনপি শুধু রাজনীতির মঞ্চে নয়, মানবতার ময়দানেও কাজ করতে চায়। আমাদের নেতা-কর্মীরা নিজেদের অর্থে ও সময় দিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন। এটাই প্রকৃত জনসেবা, এটাই মানবতার রাজনীতি। জনগণের প্রতি দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই না, কোনো মা ওষুধের অভাবে সন্তানের চিকিৎসা না পেয়ে অসহায় হয়ে পড়ুক। চাই না কোনো শ্রমিক ডাক্তারের কাছে যেতে না পেরে নিজের কষ্ট গোপন করুক। এই ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানুষের পাশে মানুষের দাঁড়িয়ে যাওয়ার প্রতীক।
তরুণ নেতৃত্বের প্রসঙ্গে শফিকুল আলম মনা বলেন, রকিবুল ইসলাম বকুলের মতো শিক্ষিত, মানবিক ও সংগ্রামী তরুণ নেতারা যদি রাজনীতিতে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ আবারও মানবতার রাজনীতি ফিরে পাবে। বকুল শুধু নেতা নন, তিনি আগামী প্রজন্মের অনুপ্রেরণা-যিনি মানুষের সেবাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেখতে চান। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো মানে ভোটের রাজনীতি নয়-এটা হৃদয়ের রাজনীতি। আমাদের বিশ্বাস, মানুষের দোয়া আর ভালোবাসার রাজনীতি কোনো সময় ব্যর্থ হয় না। বিএনপি সবসময় মানবতার পাশে, ন্যায়ের পাশে এবং জনগণের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিন্টু কাজী, ১৪নং ওয়ার্ড বিএনপি সম্পাদক শেখ নুরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, আনিসুর রহমান, মৎস্যজীবী নেতা মোঃ আব্দুর রহমান, মোঃ আলমগীর তালুকদার, আলমগীর হোসেন রাজা, জসিম উদ্দিন খাজা, লোকমান মোল্লা, কামরুজ্জামান বাদশা, মোঃ আল-আমিন, মোঃ আজাদ ও ওহিদুজ্জামান শাহিন প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু ও বক্ষ রোগের চিকিৎসা নেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ