খুলনা | সোমবার | ১৩ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

আইপিএল থেকেও বিদায়ের পথে কোহলি?

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৬ পি.এম | ১২ অক্টোবর ২০২৫


আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এমন অবস্থায় এবার প্রশ্ন উঠছে, আইপিএল থেকেও কি ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা ব্যাটার?

সম্প্রতি একটি নতুন প্রতিবেদন সেই জল্পনাকে আরও জোরালো করেছে। ভারতের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রোহিত জুগলানের দাবি, বিরাট কোহলি সম্প্রতি একটি বড় ব্র্যান্ডের চুক্তি নবায়নে রাজি হননি। এমনকি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) জানিয়েছেন, ওই ব্র্যান্ডের জন্য অন্য কোনো মুখ খুঁজে নিতে। যা থেকে ধারণা করা হচ্ছে, তিনি আরসিবির হয়ে আর হয়তো বেশি দিন মাঠে নামবেন না।

আরেকটি বড় ইঙ্গিত পাওয়া গেছে অধিনায়কত্বের সিদ্ধান্তে। আইপিএল ২০২৫-এর আগে ফাফ ডু প্লেসিসকে ছেড়ে দেওয়ার পর আরসিবি ফের কোহলিকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ না করে তরুণ রাজত পাতিদারের নাম প্রস্তাব করেন। কোহলির সেই সিদ্ধান্তই ইতিহাস বদলে দেয়, পাতিদারের নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতে আরসিবি।

দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে বিরাট কোহলি আরসিবির হয়ে ১৮ মৌসুমে ২৬৭ ম্যাচে করেছেন ৮,৬৬১ রান। যা দলের ইতিহাসে সর্বোচ্চ। ১৪৩ ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি।

সব মিলিয়ে, নেতৃত্ব নিতে না চাওয়া, ব্র্যান্ড চুক্তি থেকে সরে আসা এবং নতুন মুখকে এগিয়ে দেওয়ার বার্তা, সব কিছুই যেন একটাই ইঙ্গিত দিচ্ছে, আইপিএল থেকেও ধীরে ধীরে সরে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি।

্রিন্ট

আরও সংবদ