খুলনা | সোমবার | ১৩ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

লবণচরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মনা-তুহিনের নগদ আর্থিক সহায়তা প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


নগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা স্লুইচগেট এলাকার আল-আমিন সড়কে বৈদ্যুতিক শকসার্কিটজনিত কারণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। পৃথক পৃথকভাবে তারা এ সহায়তা প্রদান করেন।
শফিকুল আলম মনা : রবিবার রাতে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, আফসার উদ্দিন মাষ্টারসহ বিভিন্ন নেতাকর্মীরা।
শফিকুল আলম তুহিন :  শনিবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির, ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আফসার উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আমিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল রানা প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ