খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

খুমেক হাসপাতাল পরিচালককে ৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা ও চিঠি প্রত্যাহার দাবি সাংবাদিকদের

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


খুলনা মেডিকেল কলেজ-খুমেক হাসপাতালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ দিয়ে পরপর দু’টি চিঠি জারিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ। গত  ৯ ও ১০ অক্টোবর এ দু’টি চিঠি প্রকাশ করা হয়। সাংবাদিক নেতারা এ ধরনের আদেশ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি এক প্রকার হুমকি বলে অভিহিত করেন। এ আদেশ শুধু সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে না, বরং জনস্বার্থ সংশি¬ষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্যের প্রবাহও বাধাগ্রস্ত করবে, যা একটি গণতান্ত্রিক সমাজে একেবারেই অগ্রহণযোগ্য। এছাড়াও তিনি দ্বিতীয় আদেশে সাংবাদিকদের ইথিক্স মেনে ও সময় নির্ধারণ করে সাংবাদিকতা করার জন্য বলেছেন। তিনি একটি সরকারি হাসপাতালের পরিচালক হয়ে সাংবাদিকদের সাংবাদিকতার ইথিক্স মেনে চলার অফিস আদেশ দিতে পারেন কি না? সেটাও হাসপাতাল কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত।   
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মূলতঃ এ ধরনের আদেশে জনসম্পৃক্ত হাসপাতালের তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার বা এ ধরনের কর্মকান্ডকে নিরুসাহিত করেছেন। যা স্বাধীন মতপ্রকাশ ও তথ্য জানার অধিকারকে বাধাগ্রস্ত করবে। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতাল পরিচালককে ওই অফিস আদেশ প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে খুমেক হাসপাতালে সাংবাদিকদের কর্মকাণ্ডে বিধিনিষেধ বিষয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি জানিয়েছেন।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি এস এম হাবিব, নির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার, ক্লাব সদস্য মোঃ রাশিদুল ইসলাম, আবুল হাসান হিমালয়, মোঃ হেদায়েত হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা ও অভিজিৎ পাল ও বেলাল হোসেন সজল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সদস্য দেবব্রত রায়, কাজী শামিম আহমেদ, মোঃ হুমায়ুন কবীর, মোঃ আমিরুল ইসলাম, শেখ শামসুদ্দীন দোহা, কামরুল হোসেন মনি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক আলী, মাশরুর মুর্শেদ, জিএম রাসেল, এস রুহুল আমিন ও ওবায়দুর রহমান পলাশ প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ