খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

নগরীতে সিপিবি’র সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন বাংলাদেশের মানুষের সমস্যা সংকট দিনে দিনে যেভাবে বাড়ছে। সে ক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মেহনতি মানুষ ও দেশের বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় না যাওয়া পর্যন্ত মানুষের কোন মুক্তি নেই। নেতৃবৃন্দ আহবান করেন, পাহাড় সমতলের আদিবাসী, চা শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, দলিত, হরিজন, মৎস্যজীবী, মাঝি মল­ার, বেদে স¤প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষকে ঐক্য করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লড়াই বেগবান করার। সোমবার বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
সিপিবি খুলনা জেলা কমিটি সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটি সদস্য আসলাম খান। এর আগে দলীয় কার্যালয়ে জেলা কর্মীসভা অনুষ্ঠিত হয়। পরে লাল পতাকা মিছিল নগরীর গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
অপর দিকে সকাল ১০টায় এক ঝটিকা সফর রূপসাঘাট থেকে শুরু করে ময়লাপোতা, গল­ামারী, সোনাডাঙ্গা, বয়রা নতুন রাস্তা, দৌলত, ফুলতলা, নওয়াপাড়া, শংকরপাশা ও গোবরা হয়ে নড়াইলে এসে শেষ হয়। পথিমধ্যে পথসভা, প্রচারপত্র বিলি এবং নড়াইলে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ