খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

পাটকলের মূল্যবান যন্ত্রাংশ পাচার বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


পাটকলের মূল্যবান যন্ত্রাংশ পাচার অবিলম্বে বন্ধ করার দাবিতে সোমবার দুপুর ১২টায় প্রকল্প প্রধান, দি ক্রিসেন্ট জুট মিলস কোঃ লিঃ, খালিশপুর, খুলনা, বেলা ২টায় জোনাল জি এম, বিজেএমসি, চরেরহাট, খালিশপুর, খুলনা ও বিকেল ৪টায় জেলা প্রশাসক, খুলনা বরাবর পাটকল ও শিল্পাঞ্চল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, পাটকলগুলোর অভ্যন্তরে মূল্যবান যন্ত্রাংশসমূহ টুকরো টুকরো করে স্ক্র্যাপ-মেটাল হিসেবে বিক্রি করা হচ্ছে। উক্ত যন্ত্রাংশ ইংল্যান্ড ও জাপানের তৈরি যা পাটকলের প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবহৃত হয়ে আসছে। এসব যন্ত্রাংশ টেকসই ও সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদ। খুবই সামান্য মেরামতের মাধ্যমে এ সকল যন্ত্রাংশ আরো দীর্ঘকাল ব্যবহার করা সম্ভব। তাই অবিলম্বে পাটকলের রাষ্ট্রীয় সম্পদের এ লুটপাট বন্ধ করার জোর দাবি জানানো হয়।স্মারকলিপিতে আরো বলা হয়েছে, অবিলম্বে পাচার বন্ধ করা না হলে শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। অপর দিকে, আগামী বুধবার বেলা ১১টায় ক্রিসেন্ট জুট মিলস গেটে পাটকল ও শিল্পাঞ্চল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।   
 

্রিন্ট

আরও সংবদ