খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

নগরীর ৮নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে আর চাঁদাবাজি থাকবে না। আমরা অন্য দলের মতো পকেটে টাকা রাখব না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শাসন কায়েম করব ইনশাআল­াহ। জনগণের পাশে থেকে সেবক হিসাবে কাজ করব। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে মানুষ নতুন চিন্তা করছে। একবার আমাদেরকে দেখুন-আমরা শাসক নই, আপনাদের ভাই এবং সেবক। খুলনা-৩ আসনের এই প্রার্থী বলেন, দেশের মানুষ গত ৫৪ বছর বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছেন, এবার জামায়াতকে সুযোগ দিন। ইনশাআল­াহ, জামায়াতে ইসলামীর একটি চাঁদাবাজীমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত ও স্বৈরাচারমুক্ত নিরপেক্ষ বাংলাদেশ উপহার দেবে।
সোমবার সকালে খুলনা মহানগরীর খালিশপুর থানা ৮নং ওয়ার্ডের খুলনা বিদ্যুৎকেন্দ্র থেকে ক্রিসেন্ট জুট মিল পর্যন্ত গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। এ সময় তার সাথে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি মাহফুজুর রহমান, খালিশপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ সাইদুর রহমান, জামায়াত নেতা গাজী দেলোয়ার হোসেন, সেক্রেটারি বিপ্লব হোসেন, আল-কাওসার আমিন, সেক্রেটারি কামাল হোসেন,  মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, আব্দুল রাজ্জাক, আব্দুল আউয়াল, নুর নবী, শ্রমিক নেতা বুলবুল কবির, শহিদুল ইসলাম, বজলুল রহমান, বাকী বিল­াহ, খোরশেদ আলম বুলু, হাফেজ  নাসরুল­াহ, যুবনেতা নাঈম হোসেন, ইসারুল ইসলাম, মোঃ সুমন, মোঃ শাওন, ছাত্রশিবির নেতা মেজবাহ উদ্দিন, জুবায়ের আহমেদ, মিকাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ-ন্যায় ও নীতির বাংলাদেশ। তাই সবাইকে দাঁড়িপাল­ায় ভোট দেওয়ার আহŸান জানাই। তিনি বলেন, একবার দাঁড়িপাল­ায় ভোট দিয়ে দেখুন-দেশে থাকবে না ধর্ষণ, থাকবে না চুরি-দুর্নীতি। সকল নাগরিক সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে ইনশাআল­াহ।”
 

্রিন্ট

আরও সংবদ