খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

গাজিপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কেসিসির অভিজ্ঞতা বিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


গাজিপুর সিটি কর্পোরেশন থেকে আগত কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের এক অভিজ্ঞতা বিনিময় সভা সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত  হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। 
গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক পরিষেবা সহজীকরণের লক্ষ্যে পৌরকর, পানির বিল, মার্কেটসমূহের দোকান ভাড়া ও ইজারা প্রদানসহ ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সেবা কার্যক্রম অনলাইনে সম্পাদন করার জন্য ৩টি অটোমেশন প্রকল্পের কাজ চলমান রয়েছে। যেহেতু, খুলনা সিটি কর্পোরেশন পূর্ব থেকেই পৌরকর এবং ট্রেড লাইলেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে পরিচালনা করছে সেহেতু, এসব পরিষেবা ও সেবার মূল্য পরিশোধ সংক্রান্ত কার্যক্রম বিষয়ে অভিজ্ঞতা গ্রহণের উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ সদস্য বিশিষ্ট একটি টীম খুলনা সফর করছে। 
উলে­খ্য, খুলনা সিটি কর্পোরেশন অনলাইনে পৌরকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম ২০২৩-২০২৪ অর্থবছর থেকে আংশিক এবং ২০২৪-২০২৫ অর্থবছর থেকে পরিপূর্ণরূপে ডিজিটালাইজেশনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে এবং চলতি অর্থবছর থেকে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ ও অনিবন্ধনকৃত ইজিবাইক চিহ্নিতকরণের লক্ষ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও সফটওয়্যারের মাধ্যমে আরএফআইডি কার্ড প্রদান করা হয়েছে। 
সভায় সভাপতির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য খুলনা সিটি কর্পোরেশনকে নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সিটি কর্পোরেশনকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উলে­খ করে তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সহজে নাগরিক সেবাসমূহ নিশ্চিত করা। পৌরকর পরিশোধ ও ট্রেড লাইলেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম ডিজিটালাইজেশন হওয়ায় বিশে^র যে কোন স্থান থেকে নাগরিকবৃন্দ সহজে এবং স্বল্প সময়ে এ সেবাসমূহ গ্রহণ করতে পারছেন। ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের সাথে ক্ষুদ্র ব্যবসায়ীগণ যুক্ত হতে পারবেন কিনা তা একটি চ্যালেঞ্জ ছিল। বিধায় প্রথম বছরে অনলাইন ও অফলাইন  দু’টি মাধ্যমই কার্যকর রাখা হয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরে সস্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে নেয়া হয়েছে বলে তিনি উলে­খ করেন। 
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ ও মোঃ মাইদুল ইসলাম, এটুআই-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফিসার উছেন অং ও জুনিয়র কনসালট্যান্ট মোস্তাফিজুর রহমান, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এডিসফট লিমিটেড-এর এজিএম মোঃ দেলোয়ার হোসেন শুভ এবং স্পেকটাম আইটি সলুশন লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার মোঃ তানভীর মোল­া এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ও মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মোঃ ইমরুল হাসান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ সেলিমুল আজাদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মোঃ দেলোয়ার হোসেন, নিরাপত্তা সুপার মোঃ আলমগীর কবীর বিশ^াস প্রমুখ অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্ত বিবরণ তুলে ধরেন সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম। 

্রিন্ট

আরও সংবদ