খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

জোটগত ভাবে হলেও ‘শাপলা প্রতীকে’ নির্বাচনে যাবে এনসিপি : সারজিস আলম

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে জোটগতভাবে নির্বাচনে গেলেও দলটি তাদের নামে শাপলা প্রতীকে নির্বাচনে যাওয়ার আশা রাখে।
সোমবার (১৩ অক্টোরব) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শাপলা প্রতীক দিতে আইনগত বাধা না থাকার কথা জানিয়ে সারজিস আলম বলেন, প্রতীকটি তালিকাভুক্ত করার কাজ ছিল নির্বাচন কমিশনের। কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে বলেও জানান সারজিস।
‘জুলাই সনদ’ বাস্তবায়নের আইনগত ভিত্তি, বাস্তবতা এবং ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার পেলে আগামী নির্বাচনে কোনো বাধা নেই বলে আশা ব্যক্ত করেন তিনি। এরপরও ভারত বা অন্য কোনো এজেন্ট নির্বাচনে বাধা দিলে তা কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন সারজিস আলম।
এদিকে, এনসিপি উচ্চ কক্ষে পিআর-এর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পক্ষে থাকলেও নিম্নকক্ষে পিআর-এর পক্ষে নয় বলে জানান তিনি।
এনসিপিকে ‘কিংস পার্টি’ বলার প্রতিবাদে বিএনপির প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন সারজিস আলম।
এনসিপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় জামালপুর জেলার সাতটি উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ