খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

নগরীতে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক |
০২:০৩ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


নগরীতে পৃথক অভিযানে ম্যাগজিনসহ বিদেশী পিস্তল সহস্রাধিক ইয়াবাসহ মাদক বিক্রেতাদের গ্রেফতার করেছে যৌথ বাহিনী ও পুলিশ। গতকাল সোমবার এসব ঘটনায় সংশ্লি¬ষ্ট থানায় মামলা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ ১৩ আক্টোবর ভোর ৫টার দিকে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে বাগেরহাটের মোরেলগঞ্জের তেলিগাতির আবু শেখের ছেলে কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ১১৮৭ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 
অন্যদিকে, গতকাল বেলা সাড়ে ১১টায় কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হাবিবুর রহমান (৫৫) কে দুইশ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা মধ্যপাড়ার আব্দুল বারী মোড়লের ছেলে।

্রিন্ট

আরও সংবদ