খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

নগরীতে দুর্বৃত্তের গুলিতে দুই যুুবক গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক |
১২:০৮ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


নগরীতে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ গুলির ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর নিরালা এলাকার আলম হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩০) ও বাগেরহাটের যাত্রাপুরের মোঃ মিরাজের ছেলে হানিফ (২২)।

স্থানীয়রা ও পুলিশের সূত্র জানান, ৮-১০টি মোটরসাইকেলে এসে গুলি করে দুর্বৃত্তরা। মনিরের সাথে আরও ২/৩ জন ছিল তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে। মনির কাজ শেষে চায়ের দোকানে বসে চা পান করছিল। আর ওদের মজুরি ভাগ করছিল। এ সময়ে পাশে থাকা হানিফের গায়েও গুলি লাগে। হানিফ রাজ মিস্ত্রীর কাজ করে।

‎কেএমপি’র সহকারি কমিশনার (মিডিয়া) খন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা  মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের নিতম্বে গুলিবিদ্ধ হন। এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তারা আশঙ্কামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তারা দুইজন আহত হয়। আহত মনিরের বিরুদ্ধে দু’টি মাদকের মামলা রয়েছে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।

্রিন্ট

আরও সংবদ