খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

তথ্য বিবরণী |
১২:১৯ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। 
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ। খুলনা মহিলা বিষয়ক দপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের অধিকার, স্বাস্থ্য ও করণীয় সম্পর্কিত নিয়ে সবাইকে সচেতন করাই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো সফল করতে পিতা-মাতাসহ সকলের দায়িত্ব রয়েছে। বিশেষ করে শিশুদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে তারা উৎসাহ পাবে। তিনি বলেন, পিতামাতা হলো শিশুদের সবচেয়ে বড় শিক্ষক। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। স্বাভাবিক পরিবেশে কাজ করতে দিলে তারা অনেক ভালো করবে।
খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। পরে প্রধান অতিথি দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

্রিন্ট

আরও সংবদ