খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বিভিন্ন আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা খুলনা-২, ৩ ও ৪নং আসনে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার এসব গণসংযোগ করেন দলটির মনোনীত প্রার্থীরা।
খুলনা-৩ : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল মঙ্গলবার আড়ংঘাটায় গণসংযোগ ও পথসভা করেন।
পথসভাকালে তিনি বলেন, ভ্রান্ত রাজনীতির অবসান কল্পে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রসুল (সাঃ) এর আদর্শের বিকল্প নেই। তাই আসুন আগামী সংসদ ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করি।
সকাল থেকে আড়ংঘাটা থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকালে গাইকুড় পূর্বপাড়া, গাইকুড় কেন্দ্রীয় মসজিদ, আড়ংঘাটা বাজার, কাপালিপাড়া, আড়ংঘাটা বাইপাস, মোড়লপাড়া, সরদারডাঙ্গা, আসাদের মোড় এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানা শাখার সভাপতি জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, কাজী তোফায়েল, মুহাম্মাদ শাহরিয়ার তাজ, মুহাম্মাদ ইমন ও হাফেজ শাহাদাত হোসেন প্রমুখ।
খুলনা-২ : ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী মহানগর সভাপতি মুফতী আমানুল­াহ ভোটারদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে সদর থানার ২১নং ওয়ার্ডের হাসপাতাল রোড, জব্বার মার্কেট, নিক্সন মার্কেট, ক্লে রোড, বিপনী বিতানসহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, আব্দুস সালাম, মুফতী ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান সৈকত, আব্দুর রহমান সবুজ, মোঃ রবিউল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আব্দুল কাদের, মোঃ হারুনুর রশিদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শামীম হাওলাদার, মোঃ আবুল কালাম, শামীমুর আলম মান্দার, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ নুরুন্নবী, মোঃ নুরুজ্জামান, ছাত্র নেতা হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ বাইজিদ, মোঃ নুরুল করিম, মোঃ আরাফাত সিকদার, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ শেখ মাশরাফি প্রমুখ।
খুলনা-৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে হাতপাখার কোন বিকল্প নেই। মঙ্গলবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হাতপাখার গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষ সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহŸান জানান। তেরখাদা বাজার, শেখপুরা বাজার, হাড়িখালি বাজার, মানদার তলা বাজারসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ব্যাপক গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহ, আঃ হাফিজ শেখ, আশরাফুল ইসলাম বিশ্বাস, আঃ আলিম, আশরাফুল ইসলাম বিশ্বাস, আবু মুসা লস্কর, হাফেজ আব্দুল কাদের, মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, আশরাফ আলী ফকির, জামাল সরদার, মোঃ ফাইজুল করিম, আখতারুজ্জামান আক্তার, মোহাম্মদ সাগর, নুরুল হুদা সাজু, মাস্টার জাফর সাদিক ও মুফতি ফজলুল হক ফাহাদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ