খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

শার্শার নাভারনে সরকারি খাদ্য গুদামে দুদকের ঝটিকা অভিযান

বেনাপোল প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে সরকারি খাদ্য গুদামে নিম্ন মানের চাল রাখা ও ধান ক্রয়ের হিসাবে গড়মিল থাকার অভিযোগে খাদ্য গুদামে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিকালে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল ক্রয় করেছেন। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন ও ধান ক্রয় করেছেন ১ হাজার ৫৬ মেট্রিক টন। সেখানেও কমিশন খেয়েছেন। এ ধরণের অভিযোগের ভিত্তিতে যশোর দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছে।
দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন সাংবাদিকদের বলেন, অনিয়মের অভিযোগে শার্শার নাভারণ বাজারের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ৪, ৫, এবং ৬ নম্বর গোডাউনে নিম্নমানের চাল পাওয়া গেছে। এ সময় গেলো অর্থবছরে ধান ক্রয়ের  কোন হিসাবও তিনি দেখাতে পারেননি। এ অভিযোগের ভিত্তিতে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন শুধু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নয় খাদ্য গুদামের উপ পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেটও খাদ্য গুদামে নানান ধরনের অপরাধ করে থাকেন।
 

্রিন্ট

আরও সংবদ