খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
০১:৩২ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। আর ফ্যাসিস্ট দেখতে চাই না। বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটাই বলেছেন দলটির মহাসচিব। তার মতে, আগামী নির্বাচনের ওপরই বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে। দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে। অনেকে নির্যাতনের স্বীকার হয়েছেন। মিথ্যা মামলায় জেলে গেছেন। এখন মুক্তভাবে নিশ্বাস নিতে পারি। নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সামগ্রিকভাবে বিএনপির নেতা-কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।
বিএনপি নেতা আরও বলেন, ‘দানবীয় শাসনের পরে জনতার গণঅভ্যুত্থানের ফলে একটি গণতন্ত্র ফের এসেছে। অনেক মানুষ অত্যাচার ও অন্যায় মামলা দিয়ে জেলে গেছেন। এখন আমরা মুক্তভাবে শ্বাস নিতে পারি।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রায় ৬০ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, তিন এমপিসহ ১৭০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতা-কর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।’ তাদের সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।
জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

্রিন্ট

আরও সংবদ