খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

‘দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহবান’

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহŸান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। এজন্য এখন থেকে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহŸান জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘রাজনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিষ্ঠানে। রাজনীতিবিদরা স্বচ্ছ না হলে দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব না। তাই আপনারা সাংবাদিকরা এখন থেকেই আওয়াজ তুলতে পারেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়া হয়। নির্বাচনে যাতে নমিনেশন বেচাকেনা না হয়।’
আব্দুল মোমেন বলেন, ‘দুদকের কাজের ৭০ ভাগ আসে গণমাধ্যম থেকে। হয়তো আমরা সরাসরি নেই না, তবে গণমাধ্যম থেকেই আমরা ইঙ্গিত পাই। তারপর সেটি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করে। আমাদের কাজে সাংবাদিকদের সহায়তা লাগবে। আপনারা সাংবাদিকরা যদি আজকে বলেন, আপনারা আর আমাদের সঙ্গে নাই তাহলে দুদক কলাপস করবে।’
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের ফেরাতে দুদক কাজ করছে। আমরা আমাদের যত প্রক্রিয়া আছে সবই করছি। আমরা ইন্টারপোলে রেড নোটিশ দিয়েছি, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কাজ করছি।’
এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে কাজ করছে বলেও জানান দুদক চেয়ারম্যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আব্দুল­াহ আল জাহিদ ও আবু হেনা মোস্তফা জামান, রিপোর্টার অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক। এ ছাড়া দুদক বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ