খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

খুলনায় আপস-এর আয়োজনে নারী ও যুব নেতৃত্বে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও বিলুপ্ত প্রায় পটগান প্রদর্শনী

খবর বিজ্ঞপ্তি |
০১:৫০ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


‎‎খুলনা শহরের ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে সোমবার অনুষ্ঠিত হয়েছে নারী ও যুব নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতা বিষয়ক এ্যাডভোকেসি ক্যাম্পেইন ও ছবি নাটক প্রদর্শনী, যা আয়োজন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আপস যুব সংগঠন।  ‎এই আয়োজনটি বাস্তবায়িত হয় উন্নয়ন সংগঠন The Earth কর্তৃক পরিচালিত “Green Voices” প্রকল্পের আওতায়, দাতা সংস্থা নেদারল্যান্ডস দূতাবাস-এর আর্থিক সহযোগিতায় এবং The Asia Foundation-এর নেতৃত্ব ও কৌশলগত সহায়তায়।‎
‎অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন আপস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাজিদা নূর ও সৌরভ ঘোষ। 
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা, সিএসও, পরিবেশ আন্দোলন (বাপা), সিরাক বাংলাদেশ,  প্রান্তজ ফাউন্ডেশন, ছিসাসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-যুব সংগঠন, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎‎‎‎দ্যা আর্থ-এর সহকারী পরিচালক রকি জোসেফ হীরা বলেন খুলনার ঐতিহ্যবাহী পটগান/ছবি নাটক নতুনভাবে উপস্থাপন করা হয়, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারী নেতৃত্বের ভূমিকা ও কমিউনিটি সম্পৃক্ততার বার্তা বহন করবে। দর্শকরা আগ্রহভরে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।‎
‎প্রোগ্রামের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় দৌলতপুরের দত্তবাড়ি বস্তি কলোনি এলাকায় সেখানে সুবিধা বঞ্চিত পরিবার ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন। ‎‎মূল আয়োজন বিকেলে শহীদ হাদিস পার্কে সম্পন্ন হয়। আপস যুব সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা শাহ্ মোহাম্মদ জিয়াউর রহমান স্বাধীন বলেন, ভবিষ্যতে এই ধরনের সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত কার্যক্রম খুলনা ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে তরুণ ও নারীদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি পায়।
 

্রিন্ট

আরও সংবদ