খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা

তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের সিদ্ধান্ত : উদ্বোধন ১৯ অক্টোবর

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের লক্ষে সদর ও সোনাডাঙ্গা বিএনপি সাবেক নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। 
বক্তব্য তিনি বলেন  ‘গণতন্ত্র উত্তরণের  যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থায় সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয়।’ ‘আগামী নির্বাচনে যে গণতন্ত্রকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গণতন্ত্রের সব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশনা দিচ্ছেন। আমাদের সঙ্গে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, সেসব রাজনৈতিক দলের সঙ্গে সু-সম্পর্ক রাখছি। আশা করছি, সবাই মিলে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’
সভায় আগামী ১৯ অক্টোবর (রোববার) বেলা ১১টায় গোলকমনি শিশু পার্কে জমায়েত এবং বেলা ১১টায় বিএনপি’র কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন কার্যক্রমের উদ্বোধন। কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সকলকে উপস্থিত থাকার আহŸান জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু,  আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, জালাল শরীফ, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শেখ জামিরুল ইসলাম জামিল, হাসান মেহেদী রিজভী, ইশহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটো, আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, আসলাম হোসেন, মেহেদী হাসান সোহাগ, রিয়াজুর রহমান, বাচ্চু মীর, ওমর ফারুক, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, শরিফুল ইসলাম বাবু, আলমগীর হোসেন আলম, নুরুল ইসলাম লিটন, হেদায়েত হোসেন হেদু, মোস্তফা জামান মিন্টু, নাহিদ মোড়ল, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম লাল, রবিউল ইসলাম বিপ্লব, মাহবুব হোসেন, মোহাম্মাদ আলী, ওমর ফারুক বনি, ইফতেখার জামান নবীন, মনিরুল ইসলাম মাসুম, আল বেলাল, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, ফিরোজ আহমেদ, সাইমুন ইসলাম রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, জামাল মোড়ল, আলম হাওলাদার, গোলাম নবী ডালু, সমির সাহা, শাকিল আহমেদ, সাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম সাগর, সেলিম বড় মিয়া, মুশফিকুর রহমান অভি, শাহাবুদ্দিন, মামুনুর রহমান, আমিনুল ইসলাম বুলবুল, হুমায়ুন কবির, মাজেদা খাতুন, আব্দুল হাকিম, ওহেদুজ্জামান, এম এ হাসান, মাহমুদ হাসান মুন্না, খান মঈনুল ইসলাম মিঠু, ইউনুচ শেখ, রাজিবুল আলম বাপ্পি, মাসুদ রেজা, খান রাজিব, শহিদুল ইসলাম লিটন, শামীম রেজা, মোল্লা আবু তালেব, শামসুল আলম বাদল, সজল আকন নাসিব, এম এ সালাম, মাসুদ রুমী, খান আবু দাউদ, পারভেজ মোড়ল, কামরুল বিশ^াস, তরিকুল আলম, সালাউদ্দিন সান্নু, ঈসা শেখ, ইমরান খান, সোহেল খন্দকার, খায়রুল বাসার, এ আর রহমান, টিপু হাওলাদার, সিরাজুল ইসলাম সিরাজ, মহিউদ্দিন মঈন, সিরাজুল ইসলাম বাবুল, সিদ্দিক মাতুব্বর, আসাদ সানা, হারুন মোল্লা, আসমত হোসেন, এমরান হোসেন, জামান চৌধুরী, আব্দুর রহিম, এস এম সজল, সাজ্জাদ আলী, পারভেজ আহমেদ, লাকি বেগম, নাজমা বেগম, রাকিব খান প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ