খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

মিরপুরে আগুনে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয় : ঢামেক পরিচালক

খবর প্রতিবেদন |
০১:৫৩ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসের কারণে হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, বিষাক্ত গ্যাস নয়, আগুনে পুড়েই এদের মৃত্যু হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর দাবিদারদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ১০ জন দাবিদার মরদেহ শনাক্ত করেছেন।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নয়জন পুরুষ ও সাতজন নারীর লাশ এখানে এসেছে। লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা চাইলে, আর পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে।

অন্যদিকে, নিখোঁজদের খুঁজতে গুদাম ও হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা। সরেজমিনে দেখা গেছে, কেউ কেউ পাথর হয়ে বসে আছেন, কেউবা অশ্রু সংবরণ করতে পারছেন না। এদিকে, ঘটনাস্থল দেখতে উৎসুক জনতার ভিড়ও জমেছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ির টিনশেড ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে ১২টি ইউনিটের প্রচেষ্টায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনের ছাদ টিনশেড ও তালাবন্ধ থাকায় অনেক কর্মী বের হতে পারেননি। গুদামে হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত থেকে আট ধরনের রাসায়নিক দ্রব্য মজুত ছিল। আগুন নেভানোর পর এসব রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ায় বিষাক্ত ক্লোরিন গ্যাস নির্গত হতে থাকে। বুধবার সকালে আশপাশের গার্মেন্টসের কর্মীরা কাজে এলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।

্রিন্ট

আরও সংবদ