খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

‎খুলনায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |
০৩:৪৩ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


‎চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। আজ বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা দিয়ে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন খুলনার নগর ও জেলা এমপিও ভুক্ত শিক্ষকবৃন্দ। 

‎জানা গেছে, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা।

‎(কেন্দ্র ঘোষিত কর্মসূচি) দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন শিক্ষক-কর্মচারীরা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন তারা।

‎এরপর সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন শিক্ষক-কর্মচারীরা।

্রিন্ট

আরও সংবদ