খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

খবর প্রতিবেদন |
০৫:২৮ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ৪ জনকে নিয়ে এ বছর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ আর গত ২৪ ঘণ্টায় নতুন ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন আর আক্রান্তের সংখ্যা এবছর দাঁড়িয়েছে ৫৭ হাজার ১৫ জন।

আজ বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও বগুড়া ইউএইচসি  হাসপাতালে একজন মারা গেছেন। মারা যাওয়া একজন পুরুষ আর তিনজন নারী। তাদের বয়স ১৩ থেকে ৮০ বছর।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২০২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ১৩৩জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৬২ জন, সিলেট বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান।  চলতি মাসে এ পর্যন্ত এই রোগে ৪৪ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। অক্টোবরের ১৫ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৭৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

্রিন্ট

আরও সংবদ