খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বিপিএল ড্রাফট ১৭ নভেম্বর, বাড়ছে প্রাইজমানি

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩৭ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এই আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। দেশের শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টকে আরও পেশাদারভাবে আয়োজনের জন্য এবার নতুন কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল আয়োজনের দায়িত্বে এবার যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। প্রতিষ্ঠানটির সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। এবারের আসর অনুষ্ঠিত হবে পাঁচটি দল নিয়ে। এর মধ্যে ঢাকা, রংপুর ও রাজশাহী দল চূড়ান্ত। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম নিয়ে আলোচনা চলছে।

গত আসরে ফ্র্যাঞ্চাইজি বিক্রি, খেলোয়াড়দের পারিশ্রমিক ও সংগঠন নিয়ে বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বেশি সতর্ক বিসিবি। এবারের আসরে অংশ নিতে হলে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে ২ কোটি টাকা ফি দিতে হবে, যা প্রতি বছর ১৫ শতাংশ করে বাড়বে। এছাড়া ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

এবার বাড়ানো হয়েছে প্রাইজমানিও। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা।

এছাড়া আয় থেকে অংশীদারিত্বও পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। টিকিট বিক্রি, টিভি সম্প্রচার ও ডিজিটাল বিজ্ঞাপন থেকে পাওয়া মোট আয়ের ৩০ শতাংশ ভাগ করে দেওয়া হবে দলগুলোর মধ্যে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৫ বছরের জন্য স্বত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এই উদ্যোগগুলোর মাধ্যমে বিপিএলকে আরও জনপ্রিয় ও পেশাদার টুর্নামেন্টে রূপ দিতে চায় বিসিবি।

্রিন্ট

আরও সংবদ