খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

কেমিক্যাল গোডাউনের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

খবর প্রতিবেদন |
০৬:০০ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


রাজধানীর মিরপুর রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তাজুল ইসলাম জানান, দ্বিতীয় দফায় বুধবার সকাল ১১ টা ৪০ মিনিট থেকে আগুন নেভানোর  কার্যক্রম শুরু হয়। দুপুর ২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ওই ভবনে আগুন লাগে। এটি আলম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কেমিক্যাল গোডাউন ছিল।

সংশ্লিষ্টরা জানান, ভবনটিতে একটি পোশাক কারখানা ও নিচতলায় কেমিক্যাল গোডাউন ছিল। অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা বহু শ্রমিক আটকা পড়ে। উদ্ধার কাজ চলাকালে পোড়া লাশ বের করে আনতে দেখা যায় দমকল বাহিনীকে।

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে কেমিক্যাল গোডাউন গড়ে তোলা হলেও সেটি ছিল অবৈধ ও অননুমোদিত। ফলে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

ফায়ার সার্ভিসের পরিচালক জানান, ধাপে ধাপে এগোনোর মাধ্যমে কেমিক্যারের বিষয়ে জানা যাবে। এই ভবন অনেক অংশে ড্যামেজ। তবে কতটুকু ড্যামেজ তা রাজউকের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলা যাবে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আলম এন্টারপ্রাইজের মূল ফটক তালা দেওয়া ছিল। তাই এর ভেতরে অপারেশনের মাধ্যমে জানা যাবে আর কেউ ভেতরে আছে কি না। তবে ধারণা করা হচ্ছে কেউ নেই। 

্রিন্ট

আরও সংবদ