খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা। বুধবার দুপুরে নড়াইল আদালত চত্বরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতে ইসলামীর আমির এড. আতাউর রহমান বাচ্চু। জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল­াহ কায়সারের সঞ্চালনায় সভায় জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসেন, সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমির আব্দুল­াহ আল আমীন, যুব বিভাগের জেলা সভাপতি খিয়ামউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করে। এই প্রত্যাশা পূরণের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি। বিশেষ করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা এবং এই পদ্ধতিতে জুলাই সনদে অন্তর্ভুক্তি বিষয়ে গণভোট আয়োজনের জোর দাবি জানান। সরকার কোন অজুহাতে সরকার এই গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করতে পারে না। দাবি মানা না হলে জনগণকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে স্লোগান দেন এবং দাবি মেনে নেয়ার আহŸান জানান।

্রিন্ট

আরও সংবদ