খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

আশাশুনিতে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ‎

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


‎মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা গত বুধবার বেলা ১১টায় বৈকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আশ্বাস প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিজিবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সদস্যবৃন্দ। সিটিআইপি সদস্য সাফিরুল ইসলামের পরিচালনায় সভায় গত সভার রেজুলেশন পাঠ করেন ইউপি সচিব ও কমিটির সদস্য সচীব মনোতোষ কুমার সাধু। সভায় আগামী দুই মাসের করণীয় কার্যক্রমে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক, শালিসি ও অন্যান্য সভাগুলোতে মানবপাচার বিষয়ে আলোচনা করা, তথ্য কর্তারের মাধ্যমে প্রদত্ত সেবা, কমিউনিটিতে আমাদের করণীয়, সারভাইভারদের সহায়তা এবং জনসচেতনতামূলক সভা-সেমিনার করার পাশাপাশি যদি কেহ বিদেশে যায় সেক্ষেত্রে ইউপিকে অবগত করে লেনদেন এর জন্য প্রচার করতে হবে। এ সময় রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান আকন্দ। ‎উলে­খ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড এ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।

্রিন্ট

আরও সংবদ