খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

আশাশুনিতে দুর্যোগ প্রস্তুতি অনুশীলনে মহড়া অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


আশাশুনিতে জরুরী দুর্যোগ প্রস্তুতি অনুশীলন-২০২৫ : স্কুল ও কমিউনিটি পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন ওহপষঁংরাব ঈড়সসঁহরঃু জবংরষরবহপব ঃড় উরংধংঃবৎ ধহফ ঈষরসধঃব ঠঁষহবৎধনরষরঃরবং (ওঈজউঈঠ-ওও) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল­াহ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এস এম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। স্বাগত বক্তব্যে প্রজেক্ট ম্যানেজার, মোঃ শামসুল হক মৃধা বলেন, প্রকল্পের আওতায় আমরা স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবকদের সহায়তায় স্কুল ও কমিউনিটিতে পর্যায়ক্রমে দুর্যোগ প্রস্তুতি মহড়া আয়োজন করছি, যা জনগণের দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। দুর্যোগ পূর্ব প্রস্তুতি মহড়ায় প্রায় সহস্রাধিক মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ