খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫১ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আহেমদ কামরুল হাসান, বাগেরহাটের সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রিয়াদুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমএ সালাম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমএম সোহেল পারভেজ প্রমুখ। এছাড়া সভায় এনজিও প্রতিনিধি, দৃষ্টিপ্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে নানা বিষয় আলোচনা করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিবন্ধী না ভেবে স্বাভাবিক মানুষ হিসেবে বিবেচনা করার আহŸান জানান বক্তারা। আলোচনা সভা শেষে ১৫ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে ডিজিটাল সাদাছড়ি এবং ১৫ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাধারণ সাদাছড়ি প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর। ডিজিটাল সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাফেরার জন্য খুবই উপকারী। ডিজিটাল সাদাছড়ি দিয়ে যখন তিনি হাঁটবেন তখন সামনে কোন বাঁধা আসলে হাতের সাদাছড়ি কেপে উঠবে তখন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি সাবধান হতে পারবে। এ বছরের দিবসটির প্রতিপাদ্য বিষয় “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”।

্রিন্ট

আরও সংবদ