খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির রবীন সভাপতি ও পারভেজ সম্পাদক

ফুলতলা প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে আনারস প্রতীকে এস রবীন বসু (৮৩২) ভোট পেয়ে পুনঃরায় সভাপতি নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন মোঃ অহিদুজ্জামান মোল­া নান্না গরুর গাড়ী প্রতীকে (৬৬০) ভোট। সাধারণ সম্পাদক পদে এনামুল হোসেন পারভেজ ঘোড়া প্রতীকে (৬৯০) নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন আশরাফুল আলম কচি সাইকেল প্রতীকে (৫৮১)। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ফুলতলা বাজারের ২৬৬১ ভোটারের মধ্যে ২৫০৮ ভোটার উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
নির্বাচিত অন্যান্য কমকর্তাবৃন্দ হলেন সহ-সভাপতি পদে সাবেক সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান এলএলবি (প্রজাপতি প্রতীক) কে ৬শ’ ভোটের ব্যবধানে পরাজিত করে আলমগীর খাঁন  তরবারী প্রতীক নিয়ে (১৪৯৯) বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন কিরণ (৮৩০) ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোল­া সুমন পারভেজ (৪৬০), সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল খায়ের আবু গাজী সর্বাধিক (১৯৮৩) ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ রাজা মোল­া (২৫৯), সহ-সাংগঠনিক সম্পাদক পদে তারেক হোসেন নাইচ (বিনা প্রতিদ্ব›দ্বীতায়), ক্রীড়া সম্পাদক ইলিয়াস মোল­া (১৩৪১) ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ আনিসুল ইসলাম (১০৬৭), কোষাধ্যক্ষ পদে ফজলুর রহমান (১২২৬) ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ কবির জমাদ্দার (১১৫৯), দপ্তর সম্পাদক পদে মোঃ আসলাম গাজী বাবু (১১৩৭) ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আরমান ভূঁইয়া (২৫৮) ভোট পান। এছাড়া সদস্য পদে বৈদ্যুতিক বাল্ব  প্রতীকে মোঃ মিজানুর রহমান (১৩০০), আম প্রতীকে আয়ুব হোসেন মলি­ক (১২২২), মোমবাতি প্রতীকে বিপ্লব গাজী (১১৮১), লাটিম প্রতীকে আল জুবায়ের শেখ (১১৬৯), মই প্রতীকে এস এম শফিউল আলম রিপন (১০৮৬) এবং মাছ প্রতীকে মোঃ আল আমিন (৯৮৭) নির্বাচিত হয়েছেন।   
দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে ফুলতলা বাজারের ব্যবসায়ীদের নির্বাচন সম্পন্ন হয়। তবে ফলাফলের জন্য ভোটারদেরকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক হাওলাদার এবং তার সহযোগিতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ ও বিআরডিবি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল­াল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও গোয়েন্দা পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়।  
 

্রিন্ট

আরও সংবদ