খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

খবর ডেস্ক |
১১:৫৫ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


‘পরিস্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’ এ প্রতিপাদ্যে সারদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় গতকাল বুধবার নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট :
দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে পুনরায় আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আহেমদ কামরুল হাসান, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মলি­ক,  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রিয়াদুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমএ সালাম প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেণ। আলোচনা সভায় শিক্ষার্থী, শিশুসহ সকলের হাত ধোয়ার অভ্যাস করার আহক্ষান জানান বক্তারা। সেই সাথে হাত ধোয়া স্বাস্থ্য বিষয়ক উপকারিতা তুলে ধরেন বক্তারা।
রামপাল : দিবসটি উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, পিআইও জি এম সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া মহড়া অনুষ্ঠিত হয়।
মোল­াহাট : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুল হাসান, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার মিয়া, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল­াহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল­াহ ফারুক, সাংবাদিক কে এম মাহামুদুল হক। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উদযাপনের মাধ্যমে জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।
আশাশুনি (সাতক্ষীরা): দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও, ডিসিআর এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। 
শুরুতে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে হাত ধোয়া প্রদর্শন করা হয়। হাত ধোয়া প্রদর্শন করেন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া সুলতানা। বিআরসিসি এবিএসএল প্রকল্পের প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, ফিল্ড অফিসার আবু বক্কর ছিদ্দীক, জেসমিন নাহার, শুভ্রা প্রিয়া বিশ্বাস ও ইএসডিও ও ডিএসকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সাবান বিতরণ করা হয়।
সাতক্ষীরা : সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মোঃ পাভেল রাজ্জাক, সুশীলন সাতক্ষীরার পরিচালক মোঃ মনির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মফিজুর রহমান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলর রহমান, ডিআরআর ডেপুটি ডাইরেক্টর আনজির হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন তথ্যচিত্র, পোস্টার ও হ্যান্ডস-অন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ : দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসন বিভিন্ন এনজিও প্রতিনিধি এ বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে আলোচনা সভায় প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল­াহ। হাত ধোয়ার ‘নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল­াহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ উপজেলা সমন্বয়কারি শওকত চৌধুরি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। পরে হাত ধোয়া এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।     
ফুলতলা : ওয়েভ ফাউন্ডেশন ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সকালে ফুলতলার আলকা গ্রামের জাকারিয়া মোল­ার বাড়িতে মেঘনা মহিলা সমিতির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মেঃ মিন্টু মিয়া, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।   
তালা : দিবসটি উপলক্ষে সকালে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কৌশিক রায়। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, পল­ী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, তালা থানা এসআই জিহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল­ুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কেশবপুর : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি)-এর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও হাত ধোয়ার অনুশীলন করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা পর্যায়সহ সাগরদাঁড়ি, মজিদপুর, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নের একটি করে বিদ্যালয়ে ও একটি করে কমিউনিটি পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে বিশ্ব হাত ধোয়া দিবসটি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপী, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব, ইপিআরসির এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ, সুপারভাইজার তন্দ্রা দত্ত, দেলোয়ার হোসেন প্রমুখ।
দেবহাটা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় মন্ডল, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আহম্মেদ তাহমির সিদ্দিকী, সমবায় অফিসার মনোজিত মন্ডল, প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, বিআরডিপি কর্মকর্তা সন্দীপ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, সুশীলনের সিডিও মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপন, প্রধান শিক্ষক অনুপ কুমার দাস সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে উপজেলা কর্মসূচির সাথে যৌথভাবে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে দেবহাটা এরিয়া প্রোগ্রাম। 

্রিন্ট

আরও সংবদ