খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে আমরা খুলনাবাসীর উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


খুলনায় সা¤প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গতকাল বুধবার গভীর উদ্বেগ জানিয়েছেন আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাবাজি, দখলবাজি, মাদক কারবারসহ কিশোর গ্যাংয়ের দৌরাত্বর বৃদ্ধিতে অপরাধ প্রবনতা দিন দিন বৃদ্ধির ফলে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
আরও বলেন, গত ৫ আগস্ট এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন তো হয়নি। বরং তা দিন দিন ক্রমেই অবনতি হয়ে চলছে। নেতৃবৃন্দ প্রতিনিয়ত গোলাগুলি কোপাকুপি খুনোখুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে মাঠ পর্যায়ে পুলিশের নিয়মিত টহল আরো বৃদ্ধি করা, দাগি অপরাধী, মাদক কারবারী, ইভটিজিং এর সাথে জড়িতদের বিরুদ্ধে, কঠোর অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 
বিবৃতিদাতারা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, নিয়াজ আহমেদ তুহিন, মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলি, এমএ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো কাওসারী জাহান মন্জু, জিএম মঈন উদ্দিন, মোঃ শাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ সবুজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ খায়রুল আলম, মাহফিজুর রহমান বাচ্চু, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ খায়রুজ্জামান শিপন, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ