খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বেলা’র উদ্যোগে খুলনায় পরিবেশ ও পরিবেশ আইন বিষয়ক দু’দিন প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র উদ্যোগে পরিবেশ ও পরিবেশ আইন বিষয়ক খুলনায় দু’দিনের প্রশিক্ষণ গতকাল বুধবার শেষ হয়েছে। সোনাডাঙ্গাস্থ এনজিও ফোরামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে পরিবেশকর্মীরা অংশ নিয়েছেন। বেলা’র বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল প্রশিক্ষণে সভাপতিত্ব করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, বেলা’র লিগ্যাল কো-অর্ডিনেটর এসহাসানুল বান্না, বেলা’র ল ইয়ার মোহাম্মদ আসাদুল­াহ আল গালিব, বিইডিএস’র প্রধান নির্বাহী মাকসুদুর রহমান, বেলা’র কমিনিকেশন অফিসার মোজাফ্ফার ফয়সাল। প্রশিক্ষণে অংশ নেন সিনিয়র সাংবাদিক এরশাদ আলী, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, শরিফুল ইসলাম সেলিম প্রমূখ। সভায় খুলনা আড়ংঘাটা তেলিগাতী গ্রামে জনবসতি এলাকায় গড়ে ওঠা ঈশানা ননওভেন ফ্যাক্টরীসহ খুলনাঞ্চলের ১৫টি শিল্পপ্রতিষ্ঠান নানাভাবে পরিবেশ দুষণ করছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের ব্যাপারে অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়। এই সাথে পরিবেশ আইন ও তা মাঠপর্যায়ে বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। হয় তথ্য অধিকার আইন নিয়ে।

্রিন্ট

আরও সংবদ