খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

কেকেবিএইউতে ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৫ সেমিস্টারে গতকাল বেলা ১১টায় ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি আইএসএলএম বিভাগের জন্য একটি স্বতন্ত্র লোগো উন্মোচন এবং শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত নতুন ক্লাব “Informatica”-এর উদ্বোধন ঘোষণা করেন।
আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ও খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক ও উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ ও প্রভাষক মোঃ নাজিম নবাগত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন তানহা আক্তার সীথি এবং সিনিয়র শিক্ষার্থী তাসিন কাদির। এছাড়া ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের আহবায়ক রাহিকুল মাকতুম। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের, বিভাগের নবনিযুক্ত প্রভাষক মোঃ নাজিম এবং একই বিভাগের শিক্ষক আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আইএসএলএম বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ