খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

কেন্দ্রীয় নেতা হেলালকে পাইকগাছা বিএনপির অভ্যর্থনা

পাইকগাছা প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে অভ্যর্থনা জানিয়েছেন পাইকগাছা বিএনপির নেতা-কর্মীরা। অভ্যর্থনা জানাতে বুধবার বিকেল ৪টায় শত-শত নেতা-কর্মী নিয়ে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক। কয়রা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে জিরোপয়েন্ট পৌঁছায় কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় এস এম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছাসহ প্রাণঢালা অভ্যর্থনা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে কেন্দ্রীয় এ নেতাসহ পাইকগাছার শত শত নেতা-কর্মীরা কয়রার সমাবেশে যোগদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সাবেক যুগ্ম-আহবায়ক মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপি নেতা আমিনুর রহমান, সুজিত মন্ডল, আবুল বাশার বাচ্চু, আনোয়ারুল কাদীর, আব্দুল হাকিম সানা, হাবিবুর রহমান, আব্দুস সাত্তার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা ওবায়দুল্লাহ, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল ও ওবায়দুল্লাহ সরদার। 

্রিন্ট

আরও সংবদ