খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

পৃথক ধর্ষণ ঘটনায় সংঘর্ষ, আটক ১

বটিয়াঘাটায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


বটিয়াঘাটার জলমা ইউনিয়নের দারোগাভিটা রেল লাইন সংলগ্ন সুলতান নগর এলাকায় বুধবার বেলা ২টার দিকে ৭ বছরের শিশুকন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাদশা (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মোঃ মোস্তাকিমের পুত্র ।  
জানা গেছে দুপুরে আসামি বাদশা ভিকটিমের বাড়ির সামনে রাস্তায় ঘোরাঘুরির এক পর্যায়ে সুযোগ বুঝে বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিমের বোন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায় আসামি ১৬১ ধারায় প্রাথমিকভাবে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে। 
অপরদিকে উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা এলাকায় সন্ধ্যায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্র“পের সংঘর্ষে হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে। 

্রিন্ট

আরও সংবদ