খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

রূপসায় ছোট দু’ভাইয়ের মারপিটে ষাটোর্ধ্ব বড় বোন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক |
১২:৪১ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


রূপসায় ছোট দুই ভাই ও তাদের পরিবারের এলোপাথাড়ি মারপিটে ষাটোর্ধ বড় বোন গুরুতর আহত হয়েছে। ডাক্তার জানিয়েছেন তার পাজরের তিনটি হাড় ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামে এ ঘটনা ঘটে। তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
আহত বৃদ্ধা সাহারা বেগম তিলক গ্রামের ফজর আলী গাজীর কন্যা। তিনি কান্নাজড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান সকাল সাড়ে ৮টার দিকে নিজ জমিতে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যান। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা তারই সহোদর মুজিবর রহমান গাজী, হাবিবুর রহমান গাজী ও তাদের স্ত্রীরা কোন কিছু বুঝে ওঠার আগেই তারা চুল ধরে মাটিতে ফেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ এলোপাথাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে বুকে লাথি মেরে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। মারপিটে তার পাজরের তিনটি হাড় ভেঙে গেছে বলে তিনি জানান। পূর্ব শত্র“তার জেরে এ হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি রূপসা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   

্রিন্ট

আরও সংবদ