খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বামপন্থী চার দলের বিবৃতি

জুলাই সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয়

খবর প্রতিবেদন |
০১:৩২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও বাংলাদেশ জাসদ।

বামপন্থী এই চার দলের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদের সর্বশেষ চূড়ান্ত যে সংস্করণ রাজনৈতিক দলসমূহের কাছে গতকাল ১৪ অক্টোবর রাতে দেওয়া হয়েছে, সে বিষয়ে ৪টি রাজনৈতিক দলের অবস্থান তুলে ধরতে আগামীকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার পুরানা পল্টনে অবস্থিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে—এটি নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, 'আগামীকালের মধ্যে যদি আমাদের এই অবস্থান প্রতিফলিত করে জুলাই সনদে সংশোধন আনা না হয়, তাহলে আমরা এতে স্বাক্ষর করব না।'

্রিন্ট

আরও সংবদ