খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ৬০৬ রিক্রুট সৈনিকের শপথ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৬ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহŸান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জিএম ইমদাদুল ইসলাম। বুধবার সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার ও স্কুলের রিক্রুট ব্যাচ ২০২৫-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ আহŸান জানান। এতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 
শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি দেশের যেকোনো প্রয়োজনে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন। এবারের সমাপনী কুচকাওয়াজে দেশের সর্ববৃহৎ ৬০৬জন রিক্রুট শপথ গ্রহণ করেন।
প্যারেডে সর্ববিষয়ে সর্বোত্তম রিক্রুট নির্বাচিত হন মোঃ সাকিবুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ সোলাইমান মৃধা এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ শামীম হোসেন। প্রধান অতিথি শ্রেষ্ঠ রিক্রুটদের হাতে পুরস্কার তুলে দেন।

্রিন্ট

আরও সংবদ