খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

৯নং ওয়ার্ডে ভোটার সমাবেশে অধ্যাপক মাহফুজ

ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায় তারাই প্রকৃতভাবে নির্বাচন বানচাল করতে চায়। দুই একটি দল পিআর পদ্ধতি মানেন না, সংস্কার পদ্ধতিও মানেন না এবং আইনি ভিত্তিও তারা চান না তাহলে ফেব্র“য়ারির নির্বাচন কিসের ভিত্তিতে করবেন। সেই শেখ হাসিনা আমলের নির্বাচন, দিনের ভোট রাতে দেয়ার নির্বাচন, ২০১৪ সালের বিনাপ্রতিদ্ব›িদ্বতার নির্বাচন, ২০২৪ সালের ডামি নির্বাচন। এই নির্বাচন আর হবে না। জুলাই বিপ্লবের মধ্যদিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। সেই বাংলাদেশে ফ্যাসিবাদ আমলের নির্বাচন আর হবে না। যদি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন দেন। পুরনো পদ্ধতির নির্বাচন বাতিল করেন। বাংলাদেশেও পিআর পদ্ধতির নির্বাচন করতে হবে। 
গতকাল বুধবার নগরীর ৯নং ওয়ার্ডের ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
ওয়ার্ড আমীর কাজী বায়েজিদের সভাপতিত্বে সেক্রেটারি শহিদুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে জামায়াত নেতা নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, কাজী জিয়াউল ইসলাম, মোহাম্মদ হোসেন আলী, মাওলানা নজরুল ইসলাম, জাহিদ হাসান, মানিক মিয়া, ইলিয়াছ আলি, আরমান হোসেন, নূর আলী, আহাদ আলী, মেহেদী জামান, হাফেজ ইউনুস আলী, ইউনুছ আলী মন্টু, শ্রমিকনেতা নাছির উদ্দীন, হাফেজ নাছরুল্লাহ ও যুব নেতা বাদশা মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ