খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

২০, ২৫ ও ২৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল কর্মীসভা

খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে গ্রামীণ শিক্ষায় নতুন দিগন্ত খুলেছেন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে বিএনপি বদ্ধপরিকর উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে চায়, জোরজবরদস্তি নয়। আমরা বিশ্বাস করি, জনগণই দেশের মালিক, তারাই নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে।
গতকাল বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ২০, ২৫ ও ২৬নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. মনা আরও বলেন, জাতীয়তাবাদী দল যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের মানুষের জীবনে এসেছে পরিবর্তন ও উন্নয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনেছেন, খাল কেটে কৃষিকে পুনরুজ্জীবিত করেছেন, গণশিক্ষা কর্মসূচি শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে গ্রামীণ শিক্ষায় নতুন দিগন্ত খুলেছেন।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে মনা বলেন, তারেক রহমান ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করছেন। তাঁর এই কর্মসূচি গণতন্ত্র ও উন্নয়নের রূপরেখা। তাই নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে যাতে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।” সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন সময় এসেছে জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ ফিরিয়ে দেওয়ার। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারই আজকের মূল চ্যালেঞ্জ, এজন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, বিএনপি জনগণের দল এই বিশ্বাস নিয়ে প্রতিটি নেতা-কর্মীকে মানুষের পাশে থাকতে হবে।
সভা উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা বাবু মোড়ল, জামাল উদ্দিন ও হাসনা হেনা। প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ সিরাজী রুবেল, মাহমুদুল হক টিটু, মিরাজ শাহিন শুভ, তাসনিম রেজা তানিম, মঞ্জুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, আতিকুর রহমান বিশ্বাস রুবেল, মাহমুদ আকুঞ্জি, ইবাদুল ইসলাম, মিরাজ হোসেন, বেলাল হোসেন সুমন, গোলাম কিবরিয়া, শেখ তারিক, মনিরুজ্জামান মনি, আব্দুল্লাহ আল মামুন, মাসুম বিল্লাহ, রিপন শিকদার, সাজু হাওলাদার ও সৌরভ হাওলাদার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন রাকিবুল হাসান।

্রিন্ট

আরও সংবদ