খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির উদ্যোগে মিডিয়া ক্যাম্পেইন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বাপীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। 
ধ্র“ব অ্যালান্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক প্রকল্প বিষয়ে, প্রটেক্ট কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু সাংবাদিকদের ঝুঁকি ও করণীয় বিষয়ে এবং আনিছুর রহমান কবির জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কার্যক্রম সর্ম্পকে পাওয়ার পয়েট উপস্থাপন করেন। 
বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিভিন্ন পর্যায়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা সাংবাদিক সুরক্ষা মঞ্চের সদস্য সচিব মোঃ হেদায়েত হোসেন, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান, দৈনিক সংগ্রামের বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, খুলনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আশরাফুল ইসলাম নূর, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক আর জি উজ্জ্বল, খুলনা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান মোহাম্মদ সিয়াম প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিএমকেএস’র নির্বাহী পরিচালক আবুল হোসেন, ধ্র“ব, সিডাব্লিউএফ ও সিএমকেএস’র অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডলসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।

্রিন্ট

আরও সংবদ