খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯

খবর প্রতিবেদন |
০১:৪১ পি.এম | ১৬ অক্টোবর ২০২৫


রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেন।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনটির নামে গোপনে সংগঠিত কার্যক্রম পরিচালনা ও দলীয় পুনর্গঠনের প্রচেষ্টার অভিযোগে এ অভিযান চালানো হয়।

ডিবি বলছে, নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— শাহাদাত হোসেন, মাসুদ রানা, হাবিবুর রহমান, কাইয়ুম মিয়া, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, শহীদুল হক, জাকির হোসেন ও ফজলুল করিম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে সোপর্দের পর রিমান্ড আবেদন করা হবে।

্রিন্ট

আরও সংবদ