খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

তালেবানদের ‘পৃষ্ঠপোষকতা’ করছে ভারত, অভিযোগ পাকিস্তানের

খবর প্রতিবেদন |
০৫:০২ পি.এম | ১৬ অক্টোবর ২০২৫


ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্প্রতি ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে আফগান তালেবানদের পদক্ষেপের ‘পৃষ্ঠপোষকতা’ করারও অভিযোগ করেছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ভারতের পক্ষে ‘প্রক্সি যুদ্ধ’ চালানোর অভিযোগও করেছেন পাক মন্ত্রী।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, যুদ্ধবিরতি বহাল থাকা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ তালেবানদের সিদ্ধান্তগুলো দিল্লির পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।

‘এই মুহূর্তে, কাবুল দিল্লির হয়ে একটি ছায়া যুদ্ধ লড়ছে’, অভিযোগ করেন তিনি।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার সাম্প্রতিক ভারত সফরের সময় ‘কিছু গোপন পরিকল্পনা’ করেছেন বলেও ইঙ্গিত দেন খাজা আসিফ।

যদিও মুত্তাকির দিল্লি সফর আনুষ্ঠানিকভাবে বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে কেন্দ্র করে ছিল বলে জানা গেছে।

এদিকে, আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে করাচি বন্দর থেকে আফগান ট্রানজিট ট্রেডের অধীনে পণ্য পরিবহন স্থগিত করেছে পাকিস্তান। দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)-এর জারি করা নির্দেশনা অনুসরণ করে, সব বন্দর টার্মিনালগুলো ইতোমধ্যেই যানবাহনে বোঝাই করা কন্টেইনার খালাস শুরু করেছে।

্রিন্ট

আরও সংবদ