খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

কাজদিয়া তরুণ সমাজের আয়োজনে

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

রূপসা প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


রূপসায় কাজদিয়া তরুণ সমাজ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী গতকাল বৃহস্পতিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কাজদিয়া তাজকিংস একাদশ এবং মা এন্টারপ্রাইজ। খেলায় মা এন্টারপ্রাইজ তাজকিংস একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সালমান ও আরাফাত এবং বিজীত দলের হয়ে গোল করেন আশিক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সালমান। খেলা পরিচালনা সুমন রাজু, আলী আকবর, সাইফুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের ফুটবল বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন। সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক বাশির আহম্মেদ লালুর সঞ্চালনায় বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ সরদার। এসময় উপস্থিত ছিলেন শেখ মিজানুর রহমান, আবুল কালাম, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, বেল­াল শেখ, তহিদুল ইসলাম তপু, আয়ূব খান, সোহাগ শেখ, ফেরদৌস সরদার, জনী ফকির, সৌরভ সেন, জহির খান, তরিকুল ইসলাম অন্তর, তাহসিন, নাঈমুল ইসলাম তামিম। 
উলে­খ্য প্রতিটা খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হবে কাজদিয়া অনলাইনের স্বত্বাধিকারী শাহাজাদা আলমগীরের পক্ষ থেকে। এছাড়া আগামী শনিবার ইন্টেরিয়র ইরা (ইমামুল) বনাম তামিম তাসকিন (সোহাগ শেখ) একাদশ মুখোমুখি হবে।

্রিন্ট

আরও সংবদ