খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

২৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় কুরিয়ার সাভিস থেকে ৮শ’ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৮ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে ৮শ’ কেজি পলিথিন উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের বাঙালের মোড়স্থ জননী কুরিয়ার সার্ভিস থেকে এই পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
সূত্র জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ক্ষতিকর পলিথিন বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বাঙালের মোড় এলাকার জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৮শ’ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করে জননী কুরিয়ার সার্ভিসকে পরিবেশ অধিদপ্তরের বিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। একই সাথে জব্দকৃত ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 
অভিযানকালে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে এই পলিথিন চালানটি জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরায় আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম জানান বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ক্ষতিকারক পলিথিন ব্যবহার ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশী মুনাফার আশায় নিয়ম অমান্য করে ক্ষতিকর পলিথিন বাজারজাত করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 
 

্রিন্ট

আরও সংবদ