খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

খুলনার আইনজীবী জিন্নাত আলীর ইন্তেকাল, শোক

দিঘলিয়া প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


দিঘলিয়ার সমাজসেবক খাঁন এম এ বারীর পুত্র প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম  আসাদুজ্জামানের চাচা খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি কে এম জিন্নাত আলী (৭৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তিনি তিন পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবদ্দশায় খুলনার আদালতে এ পিপি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও কেন্দ্রীয় ঈদগাহের আজীবন সদস্য ছিলেন। তিনি মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
সোনাডাঙ্গা আবাসিক এলাকায় সকাল ১০ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি দিঘলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আগামী রোববার তার স্মরণে শোক সভার আয়োজন করেছে। এদিন আদালত অঙ্গণের সকল কর্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল হাসান রুবা। তার মৃত্যুতে খুলনা আদালত পাড়া এবং দিঘলিয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। 
জানাজায় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি আজিজুর রহমান সোহেল, মাওলানা আসাদুল­াহ খামিনি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল­াহ, মুফতি ড.  রফিকুল ইসলাম, হাফেজ অলিউল­াহ, খান রওশন আলী, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক শেখ আমিরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আলামিন মোল­া, শেখ খাইরুল ইসলাম, আলীয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক একরামুল হোসেন লিপু, এস এম শামীম, আজহারউদ্দিন বাওয়ালি, রবি মোড়ল, আমির হোসেনসহ অসংখ্য মানুষ। জানাজার ইমামতি করেন মরহুমের ভাইপো মাওলানা রেজোয়ান  ।
এদিকে দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল­াহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল­া, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মলি­ক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মলি­ক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ