খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

দীর্ঘ ১৭ বছর সুষ্ঠু-সুন্দর নির্বাচন হয়নি : এআইজি আলী হোসেন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৩৯ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এপিবিএন) মোঃ আলী হোসেন ফকির বলেছেন দীর্ঘ ১৭ বছর সুষ্ঠু-সুন্দর নির্বাচন হয়নি। রাতের ভোট দিনে, আর দিনের ভোট রাতে হয়েছে। ব্যালট বাক্স, আমরা পুলিশ অনেকে ব্যালট বাক্স ভরে দিয়েছি। এটার কারণে পুলিশের ইমেজ একটা শূন্যের কোঠায়। এই ইমেজ বাড়ানোর জন্য আমরা জনগণের কাছে যেতে চাই।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণের ভূমিকা রয়েছে উলে­খ করে তিনি বলেন, আমি বলেছি আগামী নির্বাচন সুষ্ঠু করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা প্রতিটি কেন্দ্রে ১০জন পুলিশও দিতে পারবো না। দুইজন পুলিশ থাকবে, আনসার থাকবে, অন্যান্য বাহিনী মিলে ১০জন থাকবে। আপনারা ২০ হাজার লোক যদি ওই কেন্দ্রে সহযোগিতা না করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই আমি বলি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা পজিটিভলি সহযোগিতা করেণ। সেই সাথে আমাদের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক। এসময় সিভিল সার্জন আসম মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ