খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

রূপসায় সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ ১৫ দিন পর মারা গেলেন

রূপসা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


শারদীয় দুর্গাপূজা শেষে রূপসার জাবুসা সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রূপসা নদীতে যাওয়ার পথে সেতুর টোল কাউন্টার এলাকায় বাস দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ আঃ ওদুদ শেখ (৪২) মারা গেছেন। প্রায় ১৫ দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে চলে গেলেন তিনি। গত ১৫ অক্টোবর গভীর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় তার মৃতদেহ গ্রামের বাড়ি জাবুসা এলাকায় আসলে পরিবার, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব জাবসা নবীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 
নিহত গ্রাম পুলিশ আব্দুল ওয়াদুদের অন্তঃসত্ত¡া স্ত্রী এবং এক শিশু কন্যা রয়েছে। জানা গেছে গত ২  অক্টোবর ডিউটিরত অবস্থায় প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন নৈহাটি ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ আঃ ওয়াদুদ শেখ। ব্যক্তিগত জীবনে ওদুদ ছিলেন সৎ, নিষ্ঠাবান, সদালাপি এবং পরোপকারী। তার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক বিমান সাহা, রূপসা উপজেলা শাখার সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা সভাপতি রাজু কুমার দাস ও সাধারণ সম্পাদক তপন কুমার দাস। 

্রিন্ট

আরও সংবদ