খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু পুলিশি সহিংসতায় নিহত ১

খবর প্রতিবেদন |
০১:২১ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


এবার জেন-জি তথা তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল হয়েছে পড়েছে পেরুর রাজধানী লিমা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশত মানুষ। এর মধ্যে পুলিশও রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 
এতে বলা হয়, এমন এক সময় এই বিক্ষোভ ঘটলো যখন সাবেক প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তের অভিশংসনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হোসে জেরিকে অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়। এই বিক্ষোভ মূল চালিকা শক্তি দেশটির তরুণ প্রজন্ম। একাধিক দাবিতে এই আন্দোলনে নেমেছেন তারা। 
দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে উচ্চমাত্রার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তরুণরা। স¤প্রতি দেশটিতে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। যা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। এই অনিয়ন্ত্রিত চাঁদাবাজির ঢেউ মোকাবিলায় সরকারকে আরও কঠোর হওয়ার আহŸান জানিয়েছে তরুণরা। এসব ব্যর্থতার দায় নিয়ে নবনিযুক্ত প্রেসিডেন্ট যেরির পদত্যাগ দাবি তুলেছেন তরুণরা। তাদের দাবি ক্ষমতা নতুন কারো হাতে তুলে দিতে হবে। 
নিহত ব্যক্তি হলেন ৩২ বছর বয়সী হিপ হপ শিল্পী এদুয়ার্দো রুইজ সায়েঞ্জ। প্রেসিডেন্ট জেরি এক্সের এক বার্তায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যদিও তার মৃত্যুর বিষয়টি এখনও জানানো হয়নি। বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট। তিনি সকল বিষয়ের তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। 
বামপন্থী কংগ্রেস সদস্য রুথ লুকে জানিয়েছেন, প্রাথমিক তথ্য থেকে বোঝা যায় যে সায়েঞ্জ বুলেটের আঘাতে মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, তারা একজন সাধারণ পোশাকে থাকা পুলিশ কর্মকর্তাকে সঙ্গীতশিল্পী সায়েঞ্জকে গুলি করতে দেখেছেন।
প্রেসিডেন্ট জেরি রক্ষণশীল সোমোস পেরু দলের সদস্য। গত শুক্রবার শপথ নেন তিনি। প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তেকে অভিশংসন করার পর তিনি পদটি গ্রহণ করেন। জেরি আট বছরে পেরুর সপ্তম প্রেসিডেন্ট। তিনি মূলত পার্লামেন্টের প্রধান হিসেবে বোলোয়ার্তের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত (আগামী এপ্রিলের নির্বাচন পর্যন্ত) দায়িত্ব পালন করবেন।
তবে তার ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই হাজার হাজার বিক্ষোভকারী রাজনৈতিক নেতাদের অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেখান থেকেই দানা বাধে এই আন্দোলনের।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বোলোয়ার্তে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বেশ কয়েকটি তদন্ত চলাকালীন পেরুতেই অবস্থান করছেন এবং তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

্রিন্ট

আরও সংবদ