খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

ফেল বেশি মানবিকে, পাশ বিজ্ঞানে

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


এইচএসসি ও সমমান পরীক্ষায় এই বছর পাশ করতে পারেনি ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশই ফেল করেছেন। মানবিকের শিক্ষার্থীরা বেশিরভাগই ফেল করছেন। আর পাশ বেশি বিজ্ঞান বিভাগে। বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাশ করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রীদের গড় পাশের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৫৪.৬০ শতাংশ।
সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২ লাখ ৫৭ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ছেলে পরীক্ষার্থী ১ লাখ ২৩ হাজার ১০০ জন এবং ছাত্রী ১ লাখ ৩৪ হাজার ৫৫৯ জন। এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৯৯ হাজার ২৯৬ জন এবং ছাত্রীয় সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭৭ জন। ছাত্র পাশের হার ৭৭ দশমিক ৫১ শতাংশ এবং ছাত্রী ৭৯ দশমিক ৮৭ শতাংশ। বিভাগটি থেকে এবার সবচেয়ে বেশি পাস করেছে।
এবারের এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৮.৬৭ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৫২ শতাংশ ও মানবিক বিভাগে ৫০.৫৪ শতাংশ। সবচেয়ে বেশি ফেল করেছে মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীরা। বিভাগটি থেকে ৬ লাখ ৯৭ হাজার ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, ছেলে পরীক্ষার্থী ২ লাখ ৬২ হাজার ৫৫২ জন এবং ছাত্রী ৪ লাখ ৩৪ হাজার ৭০০ জন। মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন মোট ৩ লাখ ৯২ হাজার ৩৯৮ জন; যার মধ্যে ছাত্র ১ লাখ ৩০ হাজার ৪৩৪ জন এবং ছাত্রী ২ লাখ ৬১ হাজার ৯৪৯ জন। পাশের হার ছাত্রদের ৪৯ দশমিক ৬৫ এবং ছাত্রীদের ৫১ দশমিক ১০ শতাংশ।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ লাখ ৭৮ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, ছেলে পরীক্ষার্থী ৯৮ হাজার ৫০৪ জন এবং ছাত্রী ৮০ হাজার ৩৯৬ জন। এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৪০৭ জন এবং ছাত্রীয় সংখ্যা ৪৯ হাজার ৯৬৪ জন। ছাত্র পাশের হার ৫০ দশমিক ২২ শতাংশ এবং ছাত্রী ৬২ দশমিক ১৫ শতাংশ। ছাত্র ৯৮ হাজার ৫০৪ এবং ছাত্রী ৮০ হাজার ৩৯৬ জন।
মোট ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসিতে পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার ২০২টি প্রতিষ্ঠান থেকে এইচএসসিতে অংশ নিয়ে একজনও পাস করেনি। গত বছর কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৬৫টি। এছাড়া শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান ৩৪৫টি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৩৮টি।

্রিন্ট

আরও সংবদ